সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:৩৭ এএম
অনেক সময় দেখা যায়, কিছু মানুষ ভালোবাসার প্রকাশ হিসেবে স্ত্রীকে 'আপু' বা 'বোন' বলে সম্বোধন করে। ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা মানছুর নাঈম এমন একটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন, যেখানে তিনি তার স্ত্রীকে আদর করে কখনো কখনো ‘আপু মনি’ বলে ডাকেন। তিনি জানতে চেয়েছিলেন, শরীয়তের দৃষ্টিতে এতে কোনো অসুবিধা আছে কি না এবং এর ফলে তাদের বৈবাহিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে কি না।
শরীয়তের বিধান অনুযায়ী, স্ত্রীকে এভাবে সম্বোধন করা মাকরুহ ও গুনাহের কাজ। হাদীস শরীফে এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। সুনানে আবু দাউদে বর্ণিত একটি হাদিসে (হাদীস নং ২২০৪) এসেছে, এক ব্যক্তি তার স্ত্রীকে বোন বলে সম্বোধন করায় রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তা থেকে নিষেধ করেছিলেন। এর কারণ হল, ইসলামে স্ত্রী ও বোন সম্পূর্ণ ভিন্ন দুটি সম্পর্ক। এই দুটি সম্পর্কের মধ্যে একটিকে অন্যটির সঙ্গে গুলিয়ে ফেলা অনুচিত এবং এর দ্বারা সম্পর্কের মর্যাদা ক্ষুণ্ন হয়।
তবে, শুধু এই ধরনের সম্বোধনের কারণে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হয়নি। অর্থাৎ, এমনভাবে ডাকলে বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক হারাম হয়ে যায় না। কিন্তু যেহেতু এটি মাকরুহ ও গুনাহের কাজ, তাই প্রত্যেক মুসলমানের উচিত এই ধরনের সম্বোধন থেকে সম্পূর্ণ বিরত থাকা। বৈবাহিক সম্পর্কের মধ্যে ভালোবাসা প্রকাশের জন্য শরীয়তসম্মত আরও অনেক সুন্দর ও স্বাভাবিক পন্থা রয়েছে, যা ব্যবহার করা যেতে পারে।